বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে বের হয়ে কোনো কথা বলেননি হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। সোমবার রাত ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক করেন তারা।
তবে রাত ১১টার পর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে বেরিয়ে কেউ কোনো কথা বলেনি।
বৈঠকে উপস্থিত ছিলেন, নায়েব এ আমির মাওলানা আতাউল্লাহ হাফিজি, নুরুল ইসলাম জিহাদী, মাওলানা মামুনুল হকের ভাই মাহফুজুল হক ও অধ্যক্ষ মিজানুর রহমানসহ আরও অনেকে।
জানা গেছে; সম্প্রতি হেফাজতের তাণ্ডব এবং পরবর্তীতে পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়ে আলোচনা করেছেন হেফাজতের নেতারা। এ সময় গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।
এর আগে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে রোববার বেলা ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।