প্রচ্ছদ ›› রাজনীতি

১০ দফা দাবিতে সারাদেশে পদযাত্রা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২৩ ১৩:২৮:১৮ | আপডেট: ২ years আগে
১০ দফা দাবিতে সারাদেশে পদযাত্রা করবে বিএনপি
কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামী ২৩ মে ঢাকাসহ দেশের সব মহানগরে এবং ২৮ মে ঢাকা বাদে অন্যান্য মহানগরে পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে এই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।