দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।
সোমবার সকাল ১০টায় নগরীর কাজীর দেউড়িস্থ এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামের সামনের মাঠে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
জানা গেছে, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এরই মধ্যে জেলার অধীন সকল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনও সম্পন্ন হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ অন্যান্যরা।
সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে জিমনেশিয়ামের ভেতরে। দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সরাসরি ভোটে অথবা কেন্দ্রীয় নেতাদের সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি নির্বাচিত হবে বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, বোয়াখালী, সাতকানিয়া লোহাগাড়া চন্দনাইশ উপজেলাসহ মোট আটটি উপজেলা ও সাতটি পৌরসভা নিয়ে আওয়ামী লীগের দক্ষিণ জেলা কমিটি।
সর্বশেষ ২০০৫ সালের ২৩ জুলাই সেই সম্মেলনে প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে সভাপতি এবং মোছলেম উদ্দিন আহমদ এমপিকে সাধারণ সম্পাদক করা হয়।