দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালনের আহ্বান তাদের।
শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ভোজ্য তেল-চাল ডাল পিঁয়াজ সহ লাগামহীন মূল্য বৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে এ হরতালের ডাক দেয় বামপন্থী রাজনৈতিক দলগুলো।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।