হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় নগরীর দামপাড়াস্থ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারাসহ হাজারও সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। নামাজে জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা আহমদুল হক।
মরহুমের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার রাতে নগরীর পাথরঘাটা সানফ্রান্সিসকো বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে জাফরুল ইসলাম চৌধুরীর লাশ নিয়ে যাওয়া হয় বাঁশখালীর জলদী হাইস্কুল মাঠে। সেখানে দুপুর ২টায় তৃতীয় জানাজা ও বিকাল ৩টায় গুনাগরী ডিগ্রি কলেজ মাঠে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাফরুল ইসলাম চৌধুরী মারা যান। মৃত্যুকালে জাফরুল ইসলাম চৌধুরীর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।