প্রচ্ছদ ›› রাজনীতি

৫ দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২২ ১৩:৪০:১১ | আপডেট: ২ years আগে
৫ দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতারা

সংঘর্ষের পাঁচ দিন পর রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন বিএনপির সিনিয়র নেতারা।

সোমবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে কার্যালয়ে আসেন ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, এমরান সালেহ প্রিন্স, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল।

এর আগে গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।