প্রচ্ছদ ›› খেলা

কোপা আমেরিকার ৩১ খেলোয়াড়-কর্মকর্তার করোনা শনাক্ত

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২১ ১০:৫৯:১২ | আপডেট: ২ years আগে
কোপা আমেরিকার ৩১ খেলোয়াড়-কর্মকর্তার করোনা শনাক্ত

কোপা আমেরিকা মাঠে গড়িয়েছে দুদিন হলো। রোববার ব্রাজিলের মাটিতে পর্দা উঠেছে কোপা আমেরিকার ৪৭তম আসরের। এর মধ্যেই টুর্নামেন্টটির ৩১ জন খেলোয়াড় ও কর্মকর্তা করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এমনটাই দাবি করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মারসেলো কোয়েরোগা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, খেলোয়াড় ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা ব্রাজিলের যে হোটেলে অবস্থান করছেন সেসব হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকেও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এদিকে নতুন করে আরও বেশ কয়েকজনের সংক্রমণের খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

এসব অভিযোগের জবাবে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) অবশ্য বলছে, দুই সপ্তাহেরও কম নোটিশে টুর্নামেন্টটি ব্রাজিলে আয়োজন করার সিদ্ধান্ত হয়েছিল। শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোপা আমেরিকার এবারের আসর যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া এবংআর্জেন্টিনার। কিন্তু কলম্বিয়ায় চলমান রাজনৈতিক অস্থিরতায় সেখানে কোপা আমেরিকা আয়োজনের কোনো যুক্তি খুঁজে পায়নি লাতিন অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

এদিকে আর্জেন্টিনার মাটিতে কোপা আমেরিকার এবারের আসর আয়োজনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় সেদেশের করোনার ঢেউ। দেশটিতে করোনার সংক্রমণ এতটাই বেড়ে যায় যে, টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র ১৩ দিন আগে সেখান থেকেও প্রতিযোগিতা সরিয়ে নিয়ে আসে কনমেবল।