প্রচ্ছদ ›› শিক্ষা

পরিস্থিতি দেখে এসএসসি-এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২১ ১৪:৩৩:২৮ | আপডেট: ২ years আগে
পরিস্থিতি দেখে এসএসসি-এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মঙ্গলবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে জাজিরা মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কি না, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। এখনও চেষ্টা হচ্ছে। পরীক্ষা না নিতে পারলেও বিকল্প কী মূল্যায়ন হতে পারে, সেসব নিয়েও কাজ চলছে।’

তিনি জানান, পরীক্ষা নেওয়ার জন্য আরও কিছুদিন দেখতে হবে। যদি একেবারেই পরীক্ষা নেওয়া না যায়, তাহলে বিকল্প অনেক কিছু চিন্তা করার আছে। করোনা পরিস্থিতি কী হতে পারে, তা চিন্তা করা হচ্ছে। আসলে এখানে কারও হাত নেই।

সব রকম পরিস্থিতি চিন্তা করেই কী কী সম্ভাব্য বিকল্প থাকতে পারে, তা নিয়ে কাজ করা হচ্ছে। এখন সেগুলো চূড়ান্ত করার কাজ চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

বাংলাদেশে করোনভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এ বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।

এরপর দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েকদফা বাড়ানো হয়।