প্রচ্ছদ ›› বাণিজ্য

বংশালে ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও

নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২১ ১২:৪৫:৪৪ | আপডেট: ২ years আগে
বংশালে ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে প্রায় চার কোটি টাকা উধাও হয়েছে। এ ঘটনায় বংশাল শাখার দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

শুক্রবার বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ দ্য বিজনেস পোস্ট'কে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বৃহস্পতিবার ওই ব্রাঞ্চের কর্মকর্তারা জানতে পারেন ভল্ট থেকে প্রায় চার কোটি টাকা উধাও হয়েছে। ব্যাংকের ইন্টার্নাল অডিটে টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে।

এরপর রাতেই ব্যাংকটির বংশাল শাখার ক্যাশ ইনচার্জ রিফাজুল হক, ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদকে থানায় সোপর্দ করা হয়।

এই দুইজনের বিরুদ্ধে বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

এদিকে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের না করায় রিফাজুল হক ও এমরান আহমেদকে ৫৪ ধারায় আটক করে কোর্টে পাঠিয়েছে বংশাল থানা।