প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপি নেত্রী নিপুণ রায় জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২১ ২০:১১:০২ | আপডেট: ২ years আগে
বিএনপি নেত্রী নিপুণ রায় জামিনে মুক্ত

আড়াই মাসের বেশি সময়ে কারাগারে থাকার পর শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

তার বাবা ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী জানান, জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তিনি দুপুর ১টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন।

এসময় দলটির নেতা-কর্মীরা ও আত্মীয়স্বজনরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি তার বাসার উদ্দেশ্যে রওনা হন।

গত ২৮ মার্চ হেফাজতের হরতালের দিন রাজধানীর রায়েরবাজার বাসা থেকে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে নিপুণ রায়কে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি দল।

পরে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানায় দুটি মামলা দায়ের করা হয়।

গত ১৬ জুন নিপুণ রায় চৌধুরীকে দুটি মামলায় জামিন দেন হাই কোর্ট।

নিপুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।