প্রচ্ছদ ›› জাতীয়

মধ্যরাত থেকে বগুড়ায় ৭ দিনের কঠোর লকডাউন

নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২১ ১৩:০৯:৫০ | আপডেট: ২ years আগে
মধ্যরাত থেকে বগুড়ায় ৭ দিনের কঠোর লকডাউন

বগুড়ায় করোনাভাইরাসের সংক্রমণে বেড়ে যাওয়ায় শনিবার রাত ১২টা থেকে সাতদিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

জেলার পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঁইয়া দ্য বিজনেস পোস্ট’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে গেছে। পাশাপাশি বগুড়ার সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ বেড়েছে। জেলার গ্রামগুলোতেও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এ অবস্থায় শনিবার মধ্যরাত থেকে বগুড়া পৌরসভা এলাকায় সাতদিনের জন্য কঠোর লকডাউন কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে।

সকালেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, লকডাউন চলাকালীন পৌরসভা এলাকায় দূরপাল্লার যানবাহনসহ জেলার অভ্যন্তরীণ যানবাহনও প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়াও পৌরসভা এলাকা থেকে কোনো যানবাহন বের হতে পারবে না। অর্থাৎ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে দোকানপাটও।