প্রচ্ছদ ›› জাতীয়

দ্বিতীয় ধাপে টিকা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২১ ১৪:৫২:৫৯ | আপডেট: ২ years আগে
দ্বিতীয় ধাপে টিকা কার্যক্রম শুরু

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় ধাপে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ ধাপে চীনের পাঠানো সিনোফার্ম ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

শনিবার ঢাকায় চারটি ও প্রত্যেক জেলায় একটি করে টিকাদান কেন্দ্র স্থাপনের মাধ্যমে দ্বিতীয় ধাপের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।

ঢাকায় স্থাপিত চারটি টিকাদান কেন্দ্র হচ্ছে- ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।

টিকার জন্য যে সকল ব্যক্তি ইতোমধ্যেই নিবন্ধন করেছেন তারাই সিনোফর্ম ভ্যাকসিন গ্রহণ করবেন।

এছাড়া বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক, সরকারি স্বাস্থ্যকর্মী, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যগণ, মেডিকেল শিক্ষার্থী এবং জনশক্তি উন্নয়ন ব্যুরো অনুমোদিত শ্রমিকদের দ্বিতীয় ধাপে ভ্যাকসিনের জন্য অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ভ্যাকসিনের জন্য এখন পর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন ব্যক্তি নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। প্রায় ১৫ লাখ মানুষ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন।