প্রচ্ছদ ›› জাতীয়

করোনায় আরও ৬৭ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২১ ১৬:৫১:৩৫ | আপডেট: ২ years আগে
করোনায় আরও ৬৭ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসটিতে মোট ১৩ হাজার ৪৬৬ জনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে ৩ হাজার ৫৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮.০২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭২৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ। গত বছরের শেষ দিকে এসে সংক্রমণ কমতে থাকে।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ এই ভাইরাসটিতে দেশে প্রথম মৃত্যু হয়। এ বছরের ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যু খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।