প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

একসঙ্গে চার ফোনে চলবে হোয়াটসঅ্যাপ

টিবিপি ডেস্ক
২০ জুন ২০২১ ১৭:৫০:৫১ | আপডেট: ২ years আগে
একসঙ্গে চার ফোনে চলবে হোয়াটসঅ্যাপ

অনেকদিন ধরেই একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ একাউন্ট ব্যবহারের দাবি করে আসছেন ব্যবহারকারীরা। এ নিয়ে বেশ কয়েকবার ছড়িয়েছে গুজবও। তবে এবার ব্যবহারকারীদের দাবি কানে তুলছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ওয়াবেটাইনফো জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য একগুচ্ছ নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। আর এই ফিচারগুলো এলে একসঙ্গে সর্বোচ্চ চারটি ফোনে হোয়াটসঅ্যাপ একাউন্ট ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, মাস দুয়েকের মধ্যেই নতুন ফিচারগুলো উপভোগ করার সুযোগ পাওয়া যাবে।

ওয়াবেটাইনফো দাবি করছে, একসঙ্গে একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা পেতে আরও বেশি সময় লাগতে পারে। কারণ এটি অত্যন্ত জটিল একটি ফিচার।

এ ছাড়াও ‘ডিজঅ্যাপিয়ারিং মুড’ আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীরা চাইলেই এমন পদ্ধতিতে ম্যাসেজ আদান প্রদান করতে পারবেন যার মাধ্যমে ম্যাসেজগুলো স্বয়ংক্রিয় পদ্ধতিতেই মুছে হয়ে যাবে।

এর বাইরেও হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে ‘ভিউ ওয়ানস’ অপশন। অর্থাৎ কোনো ম্যাসেজ পাঠানোর পর গ্রাহক তা দেখার সাথে সাথেই ডিলিট হয়ে যাবে।