প্রচ্ছদ ›› স্বাস্থ্য

সব রেকর্ড ভেঙে দেশে করোনায় ১৪৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২১ ১৮:১৩:৩০ | আপডেট: ২ years আগে
সব রেকর্ড ভেঙে দেশে করোনায় ১৪৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। 

এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়: গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ। গত বছরের শেষ দিকে এসে সংক্রমণ কমতে থাকে।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ এই ভাইরাসটিতে দেশে প্রথম মৃত্যু হয়। এ বছরের ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যু খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।