প্রচ্ছদ ›› বাণিজ্য

মোংলা বন্দরে ৩৪০ কোটি টাকা রাজস্ব আয়ের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২১ ১৪:০০:০১ | আপডেট: ২ years আগে
মোংলা বন্দরে ৩৪০ কোটি টাকা রাজস্ব আয়ের রেকর্ড

করোনা মহামারির মধ্যেও ২০২০-২১ অর্থবছরে ১.১৯ কোটি টন পণ্য লোড-আনলোড করে ৩৪০ কোটি ২৩ লাখ টাকা রাজস্ব আয়ের নতুন রেকর্ড করেছে মোংলা বন্দর।

মোংলা বন্দরের ৭০ বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ রাজস্ব আয়। এর আগে ২০১৯-২০ অর্থবছরে এই বন্দরের রাজস্বের পরিমাণ ছিল ৩৩৮ কোটি ১৯ লাখ টাকা এবং ২০১৮-১৯ অর্থবছরে মোংলা বন্দরের রাজস্ব আয় ছিল ৩২৯ কোটি ১২ লাখ টাকা।

এসময় ৪৩ হাজার ৯৫৯টি টিউএইচ কন্টেইনার লোড-আনলোড করা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুসারে, ২০২০-২১ অর্থবছরে এক কোটি ১৯ লাখ ৪৫ হাজার টন পণ্য দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর থেকে লোড ও আনলোড করা হয়েছে। যেটা ২০১৯-২০ অর্থবছরের চেয়ে ১০ লাখ টন বেশি ছিল।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার টন এবং ২০১৮-১৯ অর্থবছরে ১ কোটি ১৩ লাখ ১৫ হাজার টন পণ্য মোংলা বন্দর দিয়ে ওঠানামা করেছিল।

এদিকে সর্বশেষ অর্থবছরে ৯৭০টি পণ্যবাহী জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে এবং বন্দর থেকে ছেড়েছে। ২০১৯-২০ অর্থবছরে এর পরিমাণ ছিল ৯০৩টি। ২০১৮-১৯ অর্থবছরে জাহাজের সংখ্যা ছিল ৯১২টি।

মোংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) মোঃ গোলাম মোস্তফা জানান, বর্তমানে বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ০.৩৩ লক্ষ আমদানি-রফতানি পণ্য লোড ও আনলোড করা হচ্ছে।