প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ প্রতিষ্ঠান

টিবিপি ডেস্ক
০৩ জুলাই ২০২১ ১১:১৩:৪৮ | আপডেট: ২ years আগে
সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ প্রতিষ্ঠান

ভয়াবহ সাইবার হামলার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রায় ২০০টি প্রতিষ্ঠান। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা হানট্রেস ল্যাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হানট্রেস ল্যাব বলছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যভিত্তিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান কাসেয়াকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

এই হামলার সঙ্গে কারা জড়িত এখনো জানা যায়নি। তবে এ হামলার জন্য অভিযোগের আঙুল তোলা হচ্ছে রাশিয়ার দিকে।

হানট্রেস ল্যাবস জানিয়েছে, সাইবার হামলার পেছনে করা রয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত তা নিয়ে তদন্ত করা হবে। তবে রেভিল (REvil) নামে রাশিয়ার একটি হ্যাকার গ্রুপ এ হামলার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে।

এদিকে এ হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো বিষয়ক সংস্থা। বিবৃতিতে তারা জানিয়েছে, হ্যাকারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।