The Business Post
শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১

প্রচ্ছদ বিনোদন

টিবিপি ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১ ২০:১৬:০০

১৫ বছরের সংসার জীবনের ইতি টানলেন আমির খান

১৫ বছরের সংসার জীবনের ইতি টানলেন আমির খান
আমির খান ও কিরণ রাও

দ্বিতীয় বিয়েও টিকলো না বলিউড অভিনেতা আমির খানের। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান ও কিরণ রাও দম্পতি।

শনিবার এক যৌথ বিবৃতির মাধ্যমে বিবাহ বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন তারা।

বিবৃতিতে তারা লিখেন, ‘এই ১৫ বছরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এবার আমরা জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছি। আমরা আর স্বামী-স্ত্রী নই।’

বিবৃতিতে তারা আরও লিখেছেন, ‘অনেক আগেই আমরা বিচ্ছেদের সিদ্ধান্তটি নিয়েছিলাম। কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের উপর কোনোভাবে ফেলবে না। আমরা দু’জনে মিলে তাকে মানুষ করবো। এমনকি আমরা দু’জন একসঙ্গে মিলে আগের মতোই ছবি, পানিপথ ফাউন্ডেশন এবং অন্যান্য প্রকল্পের কাজ করবো।’

আমির খানের দ্বিতীয় স্ত্রী ছিলেন কিরণ রাও। ২০০৫ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। আমির-কিরণ দম্পতির ঘরে আজাদ রাও নামে এক পুত্রসন্তান রয়েছে।

এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের ঘরে ইরা খান ও জুনাইদ খান নামে দুই সন্তান রয়েছে।

এ বিভাগের আরও খবর