The Business Post
শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১

প্রচ্ছদ জাতীয়

নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪২:৫৫

বৃষ্টি হবে আরও কয়েকদিন: আবহাওয়া অফিস

বৃষ্টি হবে আরও কয়েকদিন: আবহাওয়া অফিস

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টি থাকতে পারে আরও কয়েকদিন।

আগামীকাল বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও বলা হয়েছে- দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফরিদপুরে ৮৯ মিলিমিটার। এ সময়ে ঢাকায় এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।