প্রচ্ছদ ›› জাতীয়

'দেশে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে সংকট নেই'

নিজস্ব প্রতিবেদক
০৪ জুলাই ২০২১ ১৬:১৬:৪৯ | আপডেট: ২ years আগে
'দেশে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে সংকট নেই'

দেশের করোনা পরিস্থিতি দিন দিন উদ্বেগজনকভাবে বেড়েই চলছে। তবে এমন পরিস্থিতিতেও দেশে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তবে অক্সিজেনের চাহিদা অব্যাহতভাবে বৃদ্ধি পেলে সে চাহিদা পূরণ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে জানান তিনি।

রোববার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিন বক্তব্যকালে তিনি এ তথ্য জানান।

ডা. নাজমুল ইসলাম বলেন, অক্সিজনের চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। আমরা প্রতিমুহূর্তে অক্সিজেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছি এবং প্রয়োজনের চেয়ে বেশি অক্সিজেন মজুত রাখা হয়েছে।

অক্সিজেনের সংকটে হাসপাতালে রোগীর মৃত্যুর বিষয়ে তিনি বলেন, এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত ফলাফল হাতে পেলে অভিযোগ সত্যি কিনা তা বলা যাবে। এ মুহূর্তে অক্সিজন সংকট না থাকলেও রোগীর সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পেলে চাহিদা পূরণ করা চালেঞ্জ হয়ে দাঁড়াবে।