প্রচ্ছদ ›› জাতীয়

বিধিনিষেধের চতুর্থ দিনে ঢাকায় আটক ৪২৯

নিজস্ব প্রতিবেদক
০৪ জুলাই ২০২১ ১৬:৫১:০০ | আপডেট: ২ years আগে
বিধিনিষেধের চতুর্থ দিনে ঢাকায় আটক ৪২৯

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিধিনিষেধের চতুর্থ দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় ঢাকায় আরও ৪২৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

ইফতেখায়রুল ইসলাম বলেন, রোববার সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে সড়ক পরিবহন আইনে বিভিন্ন যানবাহনকে ৩০৯টি মামলা দিয়েছে এবং ৮ লাখ ৬৯ হাজার ৫০০টাকা জরিমানা করেছে।

এডিসি ইফতেখায়রুল আরও জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন  চেকপোস্ট, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়। বিধিনিষেধের চতুর্থ দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীর ৪২৯ জনকে আটক করা হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ১ জুলাই সকাল ৬ টা  থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। এই বিধিনিষেধ বাস্তবায়ন করতে মাঠে কঠোর অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।