প্রচ্ছদ ›› বাণিজ্য

ব্যাংকে লেনদেনের সময় আরও এক ঘণ্টা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২১ ১৯:১২:১৪ | আপডেট: ২ years আগে
ব্যাংকে লেনদেনের সময় আরও এক ঘণ্টা বাড়ছে

চলমান বিধিনিষেধে ব্যাংকের লেনদেনের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার থেকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

এর আগে, ব্যাংকে লেনদেনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। বুধবারও এ নিয়মেই চলবে ব্যাংকে লেনদেন।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে জানানো হয়েছে, ৮ থেকে ১৪ জুলাই সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। তবে ব্যাংক খোলা থাকবে চারটা পর্যন্ত। বাকি দেড় ঘণ্টা ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে।

এতে আরও জানানো হয়, আগের নির্দেশনার মতোই লকডাউনে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের পাশাপাশি রোববারও ব্যাংকের সব কার্যক্রম বন্ধ থাকবে।

৩০ জুন জারিকৃত নির্দেশনা ছাড়াও ব্যাংকের বিভিন্ন বিভাগ বা শাখা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে তাদের নিজস্ব বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে।

এছাড়া ৩০ জুন জারিকৃত সার্কুলারের অন্য নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে।