The Business Post
শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১

প্রচ্ছদ বিনোদন

টিবিপি ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১ ২১:০৪:১৩

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বাধ্যর্কজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ কুমার।

এদিকে দিলীপ কুমারের চিকিৎসক ডাঃ জলিল পার্কার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘দীর্ঘকালীন অসুস্থতার কারণে সকাল ৭টা ৩০ মিনিটে মারা যান তিনি।’

এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় গত বুধবার দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করানো হয়। এ নিয়ে একই মাসে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

গত কয়েকদিন ধরে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহের ব্যবধানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

মৃত্যুকালে দিলীপ কুমারের বয়স হয়েছিল ৯৮ বছর। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমেছে।

এ বিভাগের আরও খবর