The Business Post
শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১

প্রচ্ছদ আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১ ২০:১৬:০০

সৌদি আরবে ঈদুল আজহা ২০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ২০ জুলাই

আগামী ২০ জুলাই সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ১১ জুলাই জিলহজ মাস শুরু হবে। আর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই।

দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ১০ জুলাই সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন মুসলিম ধর্মাবলম্বীরা। এর অংশ হিসেবে জিলহজ মাসের দশম দিন ঈদুল আজহা পালন করা হয়।