প্রচ্ছদ ›› বাণিজ্য

রাজধানীতে কোরবানির পশুর হাট শুরু ১৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২১ ১৭:২২:০২ | আপডেট: ২ years আগে
রাজধানীতে কোরবানির পশুর হাট শুরু ১৭ জুলাই

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ১৯টি স্থানে বসছে অস্থায়ী পশুর হাট। আগামী ১৭ জুলাই থেকে এসব হাটে পশু কেনাবেচা শুরু হবে।

দুই সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

১৯টির মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯টি হাট বসবে।

ঢাকার দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর ১৯টি অস্থায়ী হাটে ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত নগরীর পশু বিক্রি করা যাবে। এর বাইরে উত্তর সিটি এলাকায় গাবতলীর স্থায়ী পশুর হাট এবং দক্ষিণ সিটি এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বেচাকেনা চলবে।