প্রচ্ছদ ›› বাণিজ্য

শিথিল হচ্ছে বিধিনিষেধ, খুলবে দোকানপাট-শপিংমল

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২১ ১৮:১৬:৩৮ | আপডেট: ২ years আগে
শিথিল হচ্ছে বিধিনিষেধ, খুলবে দোকানপাট-শপিংমল
স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে দোকানপাট-শপিংমল

ঈদুল আজহা সামনে রেখে শিথিল করা হচ্ছে চলমান কঠোর বিধিনিষেধ। এসময় শ্রমজীবী মানুষের জীবিকার কথা বিবেচনা করে খুলে দেওয়া হবে দোকানপাট ও শপিংমল।

সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আগামী ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হবে দোকানপাট-শপিংমল। সেই সাথে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন।

এছাড়াও রাজধানীর ১৯টি স্থানে বসছে অস্থায়ী পশুর হাট। আগামী ১৭ জুলাই থেকে এসব হাটে পশু কেনাবেচা শুরু হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯টি হাট বসবে।

এর আগে, গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। প্রথম ধাপে ৭ জুলাই পর্যন্ত বিধিনিষেধ ঘোষণা করা হয়, কিন্তু পরে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।