প্রচ্ছদ ›› বাণিজ্য

হিটলারের ক্রেতা মিলছে না

নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২১ ১৯:১৪:৫৯ | আপডেট: ২ years আগে
হিটলারের ক্রেতা মিলছে না

নীলফামারীর ডোমার উপজেলার মাঝিয়ালী ডাঙ্গা এলাকায় বাস করেন কৃষক বেকনুর রহমান। তিনি শখের বশে তিন বছর আগে দিনাজপুরের কাহারোল থেকে বিদেশী হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এক বছর বয়সী একটি এঁড়ে বাছুর ক্রয় করেন।

৫৩ হাজার টাকায় কেনা বাছুরটি বাড়িতে রেখে লালন পালন শুরু করেন বেকনুর। দেখতে সুঠাম ও বলশালী হওয়ায় নাম রাখেন 'হিটলার'। বেকনুর রহমানের পাশাপাশি হিটলারের দেখাশুনা করে ছেলে শামীম ইসলামও।

শামীম ইসলাম বলেন, 'বাছুরটি দিন দিন বয়স বৃদ্ধির সাথে সাথে খাওয়ার পরিমাণ বৃদ্ধি পায়। এখন প্রতিদিন খাওয়া খরচ প্রায় ৬০০ টাকা লাগে। হিটলার দৈর্ঘ্য ৯ফিট ও উচ্চতায় সাড়ে ৫ ফিট। মিটার স্কেলে ওজন হয়েছে সাড়ে ২৮ মণ।' 

বেকনুর রহমান বলেন, 'এবারে হিটলারকে ঢাকায় নিতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে যাওয়া হয়নি। প্রতিনিয়ত যেভাবে খরচ হচ্ছে তাতে হিটলারকে বিক্রয় করা জরুরি। এ পর্যন্ত হিটলারকে কেউ দাম করল না, একজন গ্রাহক দাম করলেও আমার মনটা ভালো লাগতো। হিটলারকে কেনার মতো ক্রেতা মনে হচ্ছে নীলফামারীতে নেই। ঈদের আর কয়েকদিন বাকি, কি করব ভেবে পাচ্ছি না।'

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাম্মেল হক বলেন, 'ঈদ উপলক্ষে উপজেলায় ৮ হাজার দুইশত পাঁচটি গরু ও তিন হাজার তিনশত সাতটি ছাগল বিক্রির জন্যে প্রস্তুত আছে। তাদের মধ্যে “হিটলার” সবার বড়। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় আমরা 'অনলাইন কোরবানির পশুর হাট' নামে একটি সাইট চালু করেছি সেখান থেকে পশু কেনাবেচা করা যাবে।'