প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২১ ১১:৩৩:৫৫ | আপডেট: ২ years আগে
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

গতবারের ন্যায় এবারও করোনা মহামারির মধ্যে পালিত হবে পবিত্র হজ। এরই মধ্যে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের নানা প্রান্ত থেকে পবিত্র মক্কায় আসতে শুরু করেছেন নিবন্ধিত হজযাত্রীরা।

তাদের পদচারণায় মুখরিত মক্কা নগরী। হাজারো কণ্ঠে ধ্বনিত হচ্ছে- লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমূলক লা শারিকা লাক।

এদিকে এবারও বাংলাদেশসহ বিশ্বের অন্য কোনো দেশের নাগরিকরা হজ পালন করার সুযোগ পাননি। তবে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাসরত বিশ্বের ১৫০টি দেশের নাগরিকসহ এবারের হজে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন ৬০ হাজার মানুষ।

সীমিত পরিসরে ৬০ হাজার মুসল্লিকে হজ পালন করার সুযোগ দেওয়া হলেও প্রত্যককেই করোনার পূর্ণাঙ্গ ভ্যাকসিন নিতে হয়েছে।

এর আগে গত বছর পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হজ কার্যক্রমে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এবারও তাদের সেই সাফল্য ধরে রাখতে চান তারা।