প্রচ্ছদ ›› বাণিজ্য

১ আগস্ট খুলছে তৈরি পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২১ ১৩:০৬:১৯ | আপডেট: ২ years আগে
১ আগস্ট খুলছে তৈরি পোশাক কারখানা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পবিত্র ঈদুল আজহার পরে সাতদিনের জন্য সর্বাত্মক কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। তবে অন্যান্য সময়ের মতো এবারের লকডাউনেও খোলা থাকবে তৈরি পোশাক কারখানাগুলো।

রোববার বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি ফজলে শামীম এহসান দ্য বিজনেস পোস্ট'কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিজিএমইএ প্রেসিডন্ট ফারুক হাসান ও সিনিয়র নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ১ আগস্ট থেকে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খুলে দেওয়ার জন্য নীতিগতভাবে সম্মত হয়েছে সরকার।

এর আগে পবিত্র ঈদুল আযহা সামনে রেখে আগামী ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল থাকবে। এরপর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত সারা দেশে আবারও কঠোর বিধিনিষেধ বহাল থাকবে।

এসময় ২৩টি শর্ত জুড়ে দিয়ে ২৩ জুলাই সকাল ৬টা থেকে সাতদিনের জন্য দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করার জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই লকডাউনে গার্মেন্টসসহ দেশের সকল শিল্প-কলকারখানা বন্ধ থাকবে।