প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানী ছেড়েছে প্রায় ১৭ লাখ মোবাইল গ্রাহক

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২১ ২০:৪৮:২৭ | আপডেট: ২ years আগে
রাজধানী ছেড়েছে প্রায় ১৭ লাখ মোবাইল গ্রাহক

করোনাভাইরাস মহামারির মধ্যেও আসন্ন ঈদ উপলক্ষে রাজধানী ছেড়েছেন ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ মোবাইল সিম গ্রাহক।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি’র) বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

বিটিআরসির দেয়া তথ্য অনুযায়ী ১৫ ও ১৬ জুলাই ঢাকা ছেড়েছে সবচেয়ে বেশি গ্রামীণফোনের গ্রাহক। এরপর রয়েছে যথাক্রমে বাংলালিংক, রবি এবং টেলিটক।

গত দুই দিনে গ্রামীণফোনের ৭ লাখ ৭৪ হাজার ৮৮৪, বাংলালিংকের ৪ লাখ ৬৪ হাজার ৪৯২, রবির ৩ লাখ ৪২ হাজার ৮২ এবং টেলিটকের ১ লাখ ১২ হাজার ২২৯ মোবাইল সিম গ্রাহক ঢাকা ছেড়েছেন।

বিটিআরসির দেয়া তথ্য অনুযায়ী ১৫ জুলাই ঢাকা ছেড়েছে ৭ লাখ ৩১ হাজার ৪৬৯ মোবাইল সিম গ্রাহক এবং ১৬ জুলাই ছেড়েছে ৯ লাখ ৬২ হাজার ২১৮ সিম গ্রাহক।