প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

গোবর নিয়ে ফেসবুকে পোস্ট, সমাজকর্মী এরেন্দ্র লিচোমবামকে মুুক্তির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২১ ১৯:৩৬:৪৬ | আপডেট: ২ years আগে
গোবর নিয়ে ফেসবুকে পোস্ট, সমাজকর্মী এরেন্দ্র লিচোমবামকে মুুক্তির নির্দেশ

ফেসবুকে পোস্টের জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারকৃত এক সমাজকর্মীকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন ভারতের শীর্ষ আদালত।

সোমবার এ আদেশ দেন দেশটির আদালত।

৪০ বছর বয়সী সমাজকর্মী এরেন্দ্র লিচোমবাম তার ফেসবুুকে লেখেন, গোবর ও গোমূত্র করোনাভাইরাস নিরাময় করতে পারে না।

মণিপুর রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন হিন্দু-জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির এক রাাজনীতিবিদের মৃত্যুর পর তিনি এ মন্তব্য করেছিলেন।

হিন্দু ধর্মে গরুকে ‘পবিত্র মাতা’ বলা হয়। বিজেপির  রাজনীতিবিদরা কোভিড-১৯ এবং অন্যান্য অসুস্থতা প্রতিরোধ ও নিরাময়ের জন্য গরুর মূত্র এবং গোবর ব্যবহারকে সমর্থন করেছিলেন।

সমাজকর্মী এরেন্দ্র তার ফেসবুক পোস্টে লেখেন, গোবর এবং গোমূত্রে করোনা সারেনা। করোনা সারে বিজ্ঞানে এবং সাধারণ জ্ঞানে।

এ ঘটনার কিছু পরেই তাকে গ্রেপ্তার করা হয় বিজেপি কর্মীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে। সেখানকার রাজনীতিবিদদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় এক সাংবাদিকসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও ওই ফেসবুক পোস্টের কারণে তার বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে মামলা হয়। মামলার বিধান অনুযায়ী এ মামলায় অভিযুক্ত ব্যক্তির এক বছরের কারাদণ্ড হতে পারে।