The Business Post
শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১

প্রচ্ছদ আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪২:৫৫

ঈদের জামাত পড়ার সময় আফগান প্রেসিডেন্টের বাসভবনের পাশে রকেট হামলা

ঈদের জামাত পড়ার সময় আফগান প্রেসিডেন্টের বাসভবনের পাশে রকেট হামলা

আফগানিস্তানে পবিত্র ঈদুল আজহার ঈদের জামাত পড়ার সময় আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির বাসভবনের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। খবর এএফপির।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কেউ এ হামলার দায় এখনো স্বীকার করেনি।

ফেসবুক পেজে প্রকাশিত একটি লাইভ ভিডিওতে দেখা যায়, অনেক লোক সেখানে সমবেত হয়ে একসাথে নামাজ আদায় করছিলেন। কয়েকবার বিস্ফোরণের শব্দ হলেও নামাজ ত্যাগ করেননি আফগান প্রেসিডেন্ট।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানিকজাই বলেছেন: ‘আজ কাবুল শহরের বিভিন্ন জায়গায় শত্রুরা রকেট হামলা চালিয়েছে। ভিন্ন তিনটি জায়গায় রকেট আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কেউ হতাহত হয়নি। আমাদের টিম ঘটনার তদন্ত করছে।’

দেশটিতে প্রেসিডেন্টের বাসভবনকে লক্ষ্য করে এর আগেও হামলা চালানো হয়েছে। এর আগের হামলাটি সংঘটিত হয়েছিল গত ডিসেম্বরে।