প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে ভূমিধসে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২১ ১৬:৩১:৫১ | আপডেট: ২ years আগে
ভারতে ভূমিধসে নিহত ৩৬

টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভারতের মহারাষ্ট্রে ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

মহারাষ্ট্রের কঙ্কন অঞ্চলের রায়গড় জেলায় এই ঘটনা ঘটেছে।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আটকা পড়েছেন অঞ্চলটির আরও কয়েক হাজার মানুষ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত রায়গড় জেলাটি মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্যোগে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

জানা গেছে, রায়গড়ে বন্যাকবলিত এলাকায় নৌবাহিনীর দুটি দল, ১২টি স্থানীয় সাহায্যকারী টিম, কোস্টগার্ডের ২টি এবং জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনার ৩টি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।

রায়গড়ের স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত রায়গড় জেলায় তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে।