প্রচ্ছদ ›› জাতীয়

শনিবার আসছে অ্যাস্ট্রাজেনেকার আরও আড়াই লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২১ ১৭:১৯:১৮ | আপডেট: ২ years আগে
শনিবার আসছে অ্যাস্ট্রাজেনেকার আরও আড়াই লাখ টিকা

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ। কোভ্যাক্সের আওতায় এই আড়াই লাখ ডোজ টিকা পাঠানো হচ্ছে।

শনিবার পররষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন টিকার এই চালান গ্রহণ করবেন।

ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানে করে শনিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালানটি বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানা গেছে।

এর আগে জাপান জানিয়েছিল, কয়েকটি ধাপে বাংলাদেশকে ২৯ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিবে দেশটি।

দেশটি আরও জানিয়েছে, করোনা মহামারি মোকাবেলায় সবসময় বাংলাদেশের পাশে দাঁড়াবে তারা।

এর আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এক ঘোষণায় বলেছেন, তারা এই অঞ্চলের ১৫টি দেশকে কোভ্যাক্সের আওতায় ১১০ কোটি টিকা দেবে তার দেশ।