The Business Post
শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১

প্রচ্ছদ জাতীয়

নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪২:৫৫

খুলনায় করোনায় আরও ৩০ মৃত্যু

খুলনায় করোনায় আরও ৩০ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩৬১ রোগী।

শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া খুলনায় ও যশোরে পাঁচজন করে, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তিনজন করে, মাগুরায় দুইজন এবং ঝিনাইদহে একজন মারা যান।

এদিকে বিভাগে মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। 

এর আগে গত বৃহস্পতিবার খুলনা বিভাগে করোনায় ৪০ জনের মৃত্যু হয়েছিল। একই সময় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ২১৩ জন।

করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৮৫ হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ২ হাজার ৯৩ জন।