প্রচ্ছদ ›› জাতীয়

আরও কমছে টিকা গ্রহণের বয়সসীমা

নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২১ ১৭:৫০:৫৬ | আপডেট: ২ years আগে
আরও কমছে টিকা গ্রহণের বয়সসীমা

কিছুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, করোনাভাইরাসের টিকা গ্রহণের ন্যূনতম বয়সসীমা কমিয়ে ১৮ বছর করার কথা ভাবছে সরকার। এবার একই কথা জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি জানান, শিগগিরই করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধনের সর্বনিম্ন বয়সসীমা ১৮ করা হবে।

শুক্রবার সকালে রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, টিকা নেওয়ার জন্য নিবন্ধনের সর্বনিন্ম বয়স ১৮ বছর করে দেওয়া হবে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সকালে আমাকে জানিয়েছেন। আমরা এটা আমাদের কমিটিতে আলোচনা করব এবং কীভাবে এটা করা যাবে সেটা আমরা জানাব।

তিনি আরও বলেন, প্রান্তিক পর্যায়ে টিকাদান সহজ করতে শুধু এনআইডি দেখিয়ে টিকা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, সে বিষয় নিয়েও আলোচনা করা হচ্ছে।

এর আগে গত ১৫ জুলাই টিকা গ্রহণের জন্য নিবন্ধনের বয়সসীমা ১৮ বছরে নামিয়ে আনার পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনা টিকা গ্রহণের জন্য শুরুতে ন্যূনতম বয়স ছিল ৪০ বছর। গত ৭ জুলাই সুরক্ষা অ্যাপে নতুন করে নিবন্ধনের সময় বয়সসীমা কমিয়ে ৩৫ বছর করা হয়। পরবর্তীতে সেটা আরও কমিয়ে ৩০ বছর করা হয়।