প্রচ্ছদ ›› স্বাস্থ্য

দেশে করোনায় আরও ১৬৬ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২১ ১৭:৫৮:৫৩ | আপডেট: ২ years আগে
দেশে করোনায় আরও ১৬৬ মৃত্যু

দেশজুড়ে বেড়েই চলছে করোনাভাইরাসের সো সংক্রমণ। সেই সঙ্গে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৮৫১ জন।

এ সময় আরও ৬ হাজার ৩৬৪ জনের দেহে নতুন করে করোনার অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি ল্যাব মিলিয়ে ২০ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এসময় নমুনা পরীক্ষার অনুপাতে দেশে করোনা শনাক্তের হার ছিল ৩১.০৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গতকালের চেয়ে দৈনিক মৃত্যু কিছুটা কমলেও বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ।

বৃহস্পতিবার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৬৯৭ জন। এসময় মারা যান আরও ১৮৭ জন।