প্রচ্ছদ ›› জাতীয়

আইসিইউতে করোনা রোগীর ছুরিকাঘাতে নার্সসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২১ ২১:০১:৫৯ | আপডেট: ২ years আগে
আইসিইউতে করোনা রোগীর ছুরিকাঘাতে নার্সসহ আহত ৩

রাজধানীর উত্তরায় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা করোনা রোগীর ছুরিকাঘাতে ২ নার্স ও এক ওয়ার্ডবয় আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উত্তরার শিন-শিন জাপান হাসপাতালে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত দুই নার্স হলেন মিতু রেখা (২৪) ও ইমোনা আফরোজ ওরফে কাকলি (৪৫)। আহত ওয়ার্ডবয়ের নাম মো. সাগর (২৫)।

আহতদের ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রেখার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী বলেন, ‘গতকাল রাত দেড়টার দিকে হঠাৎ করে ছুরি নিয়ে কর্তব্যরত নার্সদের উপর ঝাপিয়ে পড়েন মো. সবুজ নামে এক করোনা আক্রান্ত রোগী। তিনি উত্তরার শিন-শিন জাপান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এসময় কর্তব্যরত নার্স মিতু রেখা ও ইমোনা আফরোজাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।’

এসময় কর্তব্যরত ওয়ার্ড বয় সাগর তাদেরকে বাঁচানোর চেষ্টা করলে সাগরকেও ছুরিকাঘাত করেন ওই ব্যক্তি।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এ বিষয়ে সবুজের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে তাকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।’