প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নিয়ে নেতিবাচক প্রচারণায় শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২১ ১৫:৫৫:১৮ | আপডেট: ২ years আগে
টিকা নিয়ে নেতিবাচক প্রচারণায় শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

মহামারি করোনভাইরাসের টিকা নিয়ে নেতিবাচক প্রচারণা করে এমন শতাধিক অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক।

মঙ্গলবার এসব অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়। খবর রয়টার্স এর।

এক বিবৃতিতে ফেসবুক বলছে, এসব অ্যাকাউন্ট রাশিয়া থেকে চালানো হচ্ছিল। এ অ্যাকউন্টগুলো থেকে করোনার টিকা নিয়ে গুজব ছড়ানো হচ্ছিল।

এসব অ্যাকাউন্ট থেকে ভারত, লাতিন আমেরিকা এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে টিকাবিরোধী প্রচারণা চালানো হচ্ছিল বলে জানিয়েছে ফেসবুক। করোনার টিকার প্রতি জনসাধারণের আস্থা নষ্ট করার জন্য মিথ্যা প্রচারণা ছড়ানোর লক্ষ্যে প্রভাবশালীদের নিয়োগের চেষ্টা চলছিলো।

ফেসবুক বলছে, রাশিয়া ভিত্তিক সংস্থা ‘অ্যাডনাউ’ এর সঙ্গে যুক্ত বিজ্ঞাপনী সংস্থা 'ফাজ' এ নেতিবাচক প্রচারণায় নেমেছে বলে প্রমাণ পাওয়া গেছে।

গত মাসে এক তদন্ত প্রতিবেদনে জানা যায়, আমেরিকান ফাইজার ভ্যাকসিনের সাথে সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে মিথ্যা দাবি ছড়ানোর জন্য কিছু ব্যক্তিকে অর্থের প্রস্তাব দিয়েছিল বিজ্ঞাপনী সংস্থা 'ফাজ'।

ফেসবুকের মতে, পশ্চিমা টিকাগুলোর বিরুদ্ধে এটি ছিল দ্বিতীয় দফায় নেতিবাচক প্রচারণা।

ফাজের লিঙ্কড অপারেশনের অংশ হিসেবে ৬৫টি ফেসবুক অ্যাকাউন্ট এবং ২৪৩টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে। এছাড়া দুই হাজার ৪০০ অ্যাকউন্ট এক বা একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ করেছে বলেও জানিয়েছে ফেসবুক।

নেতিবাচক প্রচারণা চালাতে ফাজকে অর্থের বিনিময়ে নিয়োগ করা হয়েছিল বলে জানায় ফেসবুক।