প্রচ্ছদ ›› খেলা

৬০ রানে অলআউট নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৬:০৮ | আপডেট: ২ years আগে
৬০ রানে অলআউট নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। বাংলাদেশের বোলারদের বিপক্ষে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ কিউই ব্যাটসম্যানরা। মাত্র ৬০ রানে থামে কিউইদের ইনিংস।

বুধবার মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।

কিন্তু ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী নিউজিল্যান্ড। দলের খাতায় মাত্র ৯ রান যোগ করতেই ৪ উইকেট হারায় দলটি। 

ইনিংসের প্রথম ওভারের মাত্র তিন বলের মাথায় কিউই ব্যাটসম্যান রাচীন রবীন্দ্রকে সহজ ক্যাচে পরিণত করেন মেহেদী হাসান। অভিষেক ম্যাচেই গোল্ডেন ডাকের শিকার হন রাচীন।

ইনিংসে তৃতীয় ওভারের পঞ্চম বলে সাকিব আল হাসানকে কাট করতে গিয়ে বল স্টাম্পে টেনে আনেন উইল ইয়াং। নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন সাকিব। ১১ বলে ৫ রান করে আউট হন ইয়াং। ৩ ওভার শেষে ২ উইকেটে মাত্র ৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
পাওয়ার প্লের ৬ ওভারে ৪ উইকেটে ১৮ রান করে নিউজিল্যান্ড। টপ অর্ডারে প্রথম চার ব্যাটসম্যান ব্লান্ডেল, রবীন্দ্র, ইয়াং ও গ্র্যান্ডহোমের স্কোর যথাক্রমে ২,০,৫,১।

দলের সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে সঙ্গী হলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামও। ২৫ বলে ১৮ রান করে সাইফুদ্দিনের বলে নাসুমের সহজ ক্যাচে পরিণত হন তিনি। তবে আউট হওয়ার আগে হেনরি নিকোলসের সঙ্গে জুটি বেধে ৩৪ রান যোগ করেন।
 
সাকিবের বলে সাজঘরে ফেরেন কোল ম্যাককঞ্চি। আউট হওয়ার আগে ৩ বল খেললেও কোনো রান করতে পারেননি।

নিউজিল্যান্ডের যা একটু আশা হয়ে ছিলেন হেনরি নিকোলস। শেষ হয় সেটিও। সাইফউদ্দিনের বল তুলে মারতে গিয়েছিলেন নিকোলস, লং-অনে ধরা পড়েছেন মুশফিকের হাতে। ১৪ ওভার শেষে ৪৯ রানে ৭ম উইকেট হারায় নিউজিল্যান্ড।

১৫ তম ওভারের প্রথম বলেই মুস্তাফিজ আউট করেন আজাজ প্যাটেলকে। আজাজের পর ডগ ব্রেসওয়েলকেও ফেরান তিনি। 
 
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টিতে দশবার মুখোমুখি হয়েছে দুই দল। যার একটিতেও জিততে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), রচীন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, কোল ম্যাকননিক, ডগ ব্রেসওয়েল, আজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।