প্রচ্ছদ ›› খেলা

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২১ ০৯:৫৬:৫৬ | আপডেট: ২ years আগে
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার

জাতীয় দলের ক্রিকেটারদের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছরের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে ২৪ ক্রিকেটারকে। চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকবে।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বিসিবি।

এর আগে এদিন চলমান বোর্ডের সবশেষ সভায় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম চূড়ান্ত করা হয়।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৪ ক্রিকেটারের মধ্যে তিন ফরম্যাটের জন্য বিবেচিত হয়েছেন ৫ ক্রিকেটার। এছাড়া টেস্টের জন্য ১৪ জন, ওয়ানডেতে ১২ জন এবং টি-টোয়েন্টিতে ১৫ জন ক্রিকেটারকে রাখা হয়েছে।

তিন ফরম্যাটের চুক্তিতে জায়গা পাওয়া পাঁচ ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

বিসিবির সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ১৭ ক্রিকেটার। এবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা দেওয়া হয়েছে আরও ৭ ক্রিকেটারকে। নতুন এই চুক্তিতে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ।

প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, সাইফ হাসান ও শেখ মেহেদী হাসান।

এদিকে গত বছরের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিথুন। শেষবার সব ফরম্যাটের জন্য চুক্তিতে রাখা হলেও এবার কোনো ফরম্যাটেই বিবেচনা করা হয়নি ডানহাতি এই ব্যাটসম্যানকে। মিথুন ছাড়াও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন নাঈম হাসান।

এছাড়া গতবার চুক্তির বাইরে থাকা রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত এবারও কেন্দ্রীয় চুক্তির জন্য বিবেচিত হননি।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা-  

তিন ফরম্যাট: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব।

শুধু টেস্ট: মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, এবাদত হোসেন।

শুধু টি-টোয়েন্টি: সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী।