The Business Post
বুধবার, অক্টোবর ২০, ২০২১

প্রচ্ছদ জাতীয়

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২১ ১১:৫৪:১২

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নং সার্কুলার রোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার শাহাদাত আলী খান সড়কের বাসিন্দা খান মোহাম্মদ মহসিনের ছেলে খান মোহাম্মদ শাওন ও তার স্ত্রী জান্নাত বেগম।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শাওন তার পরিবার নিয়ে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নং সার্কুলার রোড এলাকার এমডি নাসির উদ্দিনের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার ঘটনার সময় তাদের হাতে একটি লোহার রড দেখা যায়। যেটি ওই বাড়ির বারান্দা ঘেষে যাওয়া বিদ্যুতের লাইনে লেগে যায়। তাতেই স্পৃষ্ঠ হয়ে মারা যান স্বামী-স্ত্রী।

বাড়ির মালিক এমডি নাসির উদ্দিন বলেন, গত ৪ মাস আগে শাওন ভাড়ায় তার বাড়ির তৃতীয় তলায় ওঠেন।

ফায়ার সার্ভিস খুলনার টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, নিহতরা হচ্ছেন খান মোহাম্মদ শাওন ও তার স্ত্রী জান্নাত বেগম। নিহত শাওন সেন্টারিং মিস্ত্রি। নিহতদের সংসারে ৪ বছরের একটা কন্যা রয়েছে।