প্রচ্ছদ ›› স্বাস্থ্য

একদিনে আরও ২৫৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৯:৫৪ | আপডেট: ২ years আগে
একদিনে আরও ২৫৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৫৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে এক হাজর ১২০ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা ঢাকার বাইরে আছেন ১৩৭ জন।

নতুন রোগীর মধ্যে ২৩৩ জনকে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গু সংক্রমণে ৪৯ জন মারা গেছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১১ হাজার ২৩৬ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯ হাজার ৯২৭ জনকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।