প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আফগানিস্তানে নতুন সরকারের ঘোষণা তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১ ২১:৩০:৪৯ | আপডেট: ২ years আগে
আফগানিস্তানে নতুন সরকারের ঘোষণা তালেবানের

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। আর আব্দুল গনি বারাদারকে করা হয়েছে সরকারের উপপ্রধান।

মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ নতুন সরকারের ঘোষণা করেন বলে বার্তা সংস্থা এএফপি'র প্রতিবেদনে জানানো হয়েছে।

তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন মোল্লা মোহাম্মদ ইয়াকুব। হাক্কানী নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানী এ সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

তালেবান নেতা আমির খান মুত্তাকিকে করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী। আর তালেবানের রাজনৈতিক প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই হচ্ছেন উপপররাষ্ট্রমন্ত্রী। হেদায়েতউল্লাহ বদরি ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে আফগানিস্তানের পরবর্তী সরকার প্রধান হিসেবে মোল্লা আব্দুল গনি বারাদারের নাম উঠে এসেছিল। তবে নতুন সরকারের প্রধান হননি তিনি।