The Business Post
বুধবার, অক্টোবর ২০, ২০২১

প্রচ্ছদ খেলা

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২১ ১১:২৪:৫০

টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বৃহস্পতিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করে বিসিবির নির্বাচক প্যানেল।

জানা যায়, আইসিসির নির্ধারিত ১৫ সদস্যের বাইরে আরও তিনজনকে নিজস্ব খরচে নিতে যাচ্ছে বিসিবি। বর্তমান কোভিড পরিস্থিতিতে খেলোয়াড় নিয়ে ঝামেলা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিশ্বকাপের জন্য ঘোষিত এ দলে ৯ ব্যাটসম্যান, তিন পেসারের পাশাপাশি রয়েছেন তিন অলরাউন্ডার। দলে জায়গা না হলেও স্ট্যান্ড বাই থাকছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।

এবার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।

স্ট্যান্ড বাই:

রুবেল হোসেন, আমিনুল ইসলাম।