The Business Post
শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১

প্রচ্ছদ খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪২:৫৫

অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব

অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব
সাকিব আল হাসান

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান।

বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।

গত সপ্তাহের র‍্যাঙ্কিং হালনাগাদেও শীর্ষেই ছিলেন সাকিব। কিন্তু এরপর বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজে ভালো পারফরম্যান্স করেনি এবং শেষ ম্যাচে মাঠে নামেনি সাকিব।

এতেই ১১ রেটিং পয়েন্ট হারিয়ে অলরাউন্ডারদের তালিকায় দুইয়ে নেমে গেছেন সাকিব। এখন তার রেটিং পয়েন্ট ২৭৫। আর শীর্ষে উঠে যাওয়া আফগানিস্তানের মোহাম্মদ নবির ২৮৫।

যদিও সাকিব টি-টোয়েন্টি বোলিংয়ে র‍্যাঙ্কিংয়ে তার নবম স্থান ধরে রেখেছেন।

এছাড়া সিরিজে দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান এগিয়েছেন দুই ধাপ। বাঁহাতি এ পেসার উঠে এসেছেন দশম থেকে অষ্টম স্থানে।