প্রচ্ছদ ›› স্বাস্থ্য

করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ১১৯০

নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৬:৩৩ | আপডেট: ২ years আগে
করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ১১৯০

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮২ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার ৩৮ জনের মৃত্যু হয়েছিল।

একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৯০ জনের দেহে। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬৪৫ জন। এ নিয়ে মোট ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন সুস্থ হয়ে হয়েছেন।

আর পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ০৫ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।