প্রচ্ছদ ›› স্বাস্থ্য

২৪ ঘণ্টায় আরও ২৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৮:১১:৪৫ | আপডেট: ২ years আগে
২৪ ঘণ্টায় আরও ২৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ছবি

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৩২ জনের মধ্যে ১৮৭ জন ঢাকায় এবং বাকি ৪৫ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বর্তমানে এক হাজার ১৯৭ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৯৯০ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ৪৬০ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ১৪ হাজার ২০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।