প্রচ্ছদ ›› রাজনীতি

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো আরও ৬ মাস

নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৩:৫৬:৫৭ | আপডেট: ২ years আগে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো আরও ৬ মাস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগের শর্তেই খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। এসময় দেশের বাইরে যেতে পারবেন না তিনি। দেশে থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা নেবেন তিনি।

আগামী ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার দণ্ড স্থগিতের সময় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আরও ৬ মাস বাড়ানো হলো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। এরপর উচ্চ আদালতে আপিল করলে তার সাজা বেড়ে হয় দ্বিগুণ।

উচ্চ আদালতের আদেশের পরদিন জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার রায় হয় বিচারিক আদালতে।

এ মামলায় সাত বছরের কারাদণ্ড পান বিএনপি নেত্রী। ফলে মোট ১৭ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার।

দুই মামলায় জামিন পেতে বিএনপির আইনজীবীদের চেষ্টা ব্যর্থ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন নিয়ে যান খালেদা জিয়ার স্বজনরা।

সরকার প্রধানের নির্বাহী আদেশে দণ্ড স্থগিত হলে দুই শর্তে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়।

এরপর তিন দফায় ৬ মাস করে ১৮ মাসের সাজা স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগেই ফের বাড়ানো হলো খালেদা জিয়ার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ।