The Business Post
শনিবার, অক্টোবর ২৩, ২০২১

প্রচ্ছদ রাজনীতি

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২১ ১৯:৪৬:০৩

নিজ বাড়িতে কৃষক লীগ নেতাকে গুলি করে হত্যা

নিজ বাড়িতে কৃষক লীগ নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়িতে ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও চিত্রশিল্পী সরওয়ার কামালকে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা।

সোমবার ভোরে ফাঁসিয়াখালী ৯নং ওয়ার্ডের ঘোনারপাড়া থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার মহিউদ্দিন বলেন, রাত তিনটার দিকে সরওয়ার আমাকে কল করে। কল পেয়ে আমি তার বাড়িতে গিয়ে দেখতে পাই তিনি গুলিবিদ্ধ অবস্থায় উঠোনে পড়ে রয়েছেন।

তিনি আরও বলেন, ওই সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না। পরে নিহতের চাচাতো শ্যালক ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারি সরওয়ার তাদের অনেককেই কল করেছে। এর মধ্যে তার শ্যালক বাসার দরজা খুললে দূর্বৃত্তরা তাকেও ডাক দেয়। কিন্তু তিনি ভয়ে ঘর থেকে বের হননি।

দুর্বৃত্তরা ৪/৫ জন ছিল। অন্ধকার থাকায় তাদেরকে কেউ চিনতে পারেনি বলেও জানান ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার মহিউদ্দিন।

এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সরওয়ারের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।